ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আস্থা বাড়িয়ে ঘুরে দাঁড়ানোর পথে পুঁজিবাজারের চার ব্যাংক

শেয়ারবাজার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৫, ৯ এপ্রিল ২০২৫

আস্থা বাড়িয়ে ঘুরে দাঁড়ানোর পথে পুঁজিবাজারের চার ব্যাংক

একসময় সংকটে পড়ে বিনিয়োগকারীদের মনে শঙ্কা জাগানো চার ব্যাংক—ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক—এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। নতুন ব্যবস্থাপনা, সুশাসন ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো আবারও স্থিতিশীল অবস্থান তৈরি করছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ তার অভ্যন্তরীণ সংস্কার ও নতুন পরিচালনা পর্ষদের মাধ্যমে নিট আমানত ৯ হাজার কোটি টাকা বাড়িয়েছে। রমজান মাসেও কোনো তারল্য সংকট ছাড়াই কার্যক্রম পরিচালনা করেছে ব্যাংকটি।

ইউসিবি ব্যাংক সরকারের সহায়তা ছাড়াই গত ফেব্রুয়ারি-মার্চে প্রায় ৩৭০০ কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করেছে, যার বেশিরভাগই এসেছে সাধারণ মানুষের ছোট ছোট সঞ্চয় থেকে। একই সময়ে খোলা হয়েছে রেকর্ড ১ লাখ ৬৫ হাজার নতুন অ্যাকাউন্ট।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক নতুন বোর্ড গঠনের পর প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবা ও করপোরেট সুশাসন জোরদার করেছে। তারল্য সংকট ছাড়াই ব্যাংকটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এক্সিম ব্যাংকও কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা ছাড়াই স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ইসলামী ব্যাংক ও ইউসিবি শিগগিরই পুরোপুরি স্থিতিশীল হয়ে উঠবে এবং নতুন ঋণ প্রদানে সক্ষম হবে।

এই ব্যাংকগুলোর দৃঢ় প্রত্যাবর্তন দেশের ব্যাংকিং খাতের জন্য একটি বড় আশা ও আস্থার বার্তা হয়ে উঠেছে।

শেয়ার বিজনেস24.কম